সাংবাদিক নামধারী সাংঘাতিকদের যন্ত্রনায় অস্থির সুশীল সমাজ

শফিকুর রহমান চৌধুরী ;
  • প্রকাশিত: ৩ জুলাই ২০২৩, ৫:৪৪ অপরাহ্ণ | আপডেট: ১০ মাস আগে

কিছু কিছু অনিবন্ধিত মোবাইল টিভিওয়ালা নামের ফেরিওয়ালা দের যন্ত্রনায় অস্থির সুশীল সমাজ, এরা কোথায় আপনার টয়লেট হবে,ঘরের জানালা কটা থাকবে,জায়গা জমি বিক্রি থেকে শুরু করে এমন বিষয় নেই যেটা তারা করতে পারেনা।

কিন্তু এরা কি জানেনা সাংবাদিকতা এতো সহজ বিষয় নয়, একটা মোবাইল কিনেই সাংবাদিক তকমা গলায় ঝুলিয়ে ফেরি করে মানুষের দ্বারে দ্বারে ঘুরা সাংবাদিকদের কাজ নয়।

অনিবন্ধিত অনলাইন বন্ধ করার একটা প্রগ্ঘাপন জারি হওয়ার খবর শুনছিলাম, সেটা বর্তমানে কোন পর্যায়ে আছে? কখন এটা জারি হবে?
ওটা জারি হলে ওদের দৌরাত্ম থেকে মানুষ শান্তি স্বস্তি পাবেন।

আমার ঘৃনা হয় ওদের প্রতি করুনা করতে ইচ্ছে করে ঐসব সাংবাদিক দের, যারা পরাজিত কাউন্সিলারদের বাসায় গিয়ে, তাদের বক্তব্য নিয়ে, ফকিরের মতো কটি টাকার জন্য বসে থাকা সাংবাদিক নামধারী সাংঘাতিক দের প্রতি।

জায়গা জমি বিক্রি করে দেয়া, বাসা ভাড়া দেয়া, পায়খানার জায়গা নিরুপন করা কি সাংবাদিক এর কাজ? যদি না হয় তাহলে এদের বিরুদ্ধে আমরা একশনে যাচ্ছিনা কেন?

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি