সিলেট নগরীর চিকিৎসকের বাসায় অজগর

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ২ নভেম্বর ২০২০, ১০:৩৫ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট নগরীর মিরেরময়দান এলাকায় এক চিকিৎসকের বাসার বাইরের গেটে চলে আসে অজগর সাপ। এতে ওই বাসা ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (০২ নভেম্বর) রাত ৯টার দিকে অজগরটি মিরের ময়দান এলাকার অর্ণব ৭৫ নম্বরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার এ.এন.এম ইউসুফ এর বাসার গেটে অবস্থান নেয়। এসময় অজগরটিকে শান্তভাবে অবস্থান করতে দেখা যায়। অনেক সময় পরও অজগরটি স্থান ত্যাগ না করায় আতঙ্কগ্রস্ত হয়ে ডা. ইউসুফ কল দেন।

খবর পেয়ে পরিবেশবাদী সংগঠন ভূমিসন্তান’র সমন্বয়ক আশরাফুল কবির ওই চিকিৎসকের বাসায় উপস্থিত হয়ে বন বিভাগকে বিষয়টি অবহিত করেন। তবে দীর্ঘ সময় অপেক্ষার পরও আসেনি বন বিভাগের কেউ।

এ ব্যপারে আশরাফুল কবির জানান- ‘অজগরটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট। দীর্ঘ সময় অপেক্ষার পরও বন বিভাগের কেউ না আসায় অজগরটি আমার জিম্মায় রাখছি। আগামীকাল অজগরটিকে যে কোন বনে অবমুক্ত করা হবে।’

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি