সিলেট-৫ আসনে ৮ জনের মনোনয়নপত্র জমা

জকিগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩, ৯:৫৭ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিমলীগ ও দুই স্বতন্ত্র প্রার্থীসহ ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নেতাকর্মী ও সমর্থক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির, জাতীয় পার্টির প্রার্থী, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাব্বির আহমদ, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, তৃণমূল বিএনপির প্রার্থী কায়সার আহমদ কাওছার ও ব্যারিস্টার কুতুব উদ্দিন শিকদার, বাংলাদেশ কংগ্রেসের বদরুল আলম, মুসলিম লীগের খায়রুল ইসলাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিল শেষে সকল প্রার্থীই জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে জানান, জনগনের ভোটে নির্বাচিত হলে জকিগঞ্জ-কানাইঘাট উপজেলায় অকল্পনীয় উন্নয়ন করবেন। পিছিয়ে পড়া এলাকার উন্নয়নের জন্য ভোটাররা তাদের ভোট প্রয়োগের আহবান জানান।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি