দেশে করোনায় আরো চারজনের মৃত্যু, শনাক্ত ২৩৪

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২১, ৬:১০ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের সবাই পুরুষ এবং সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯২৬ জনে।

এর আগের ২৪ ঘণ্টাতেও সারাদেশে করোনায় ৪ জনের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৩৬টি ল্যাবরেটরিতে ১৭ হাজার ৮৭৭টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ৭০০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে ১ কোটি ৬ লাখ ১৩ হাজার ৪৯০টি নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন ২৩৪ জন রোগী শনাক্ত হয়। এ নিয়ে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৭২ হাজার ৭৩৫ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৩২ শতাংশ।

দেশে গত বছর অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্ত রোগীর হার ১৪ দশমিক ৮২ শতাংশ।

সোমবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২২৯ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৬ হাজার ৭৪৪ জন।

মৃত ৪ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব ১ জন, পঞ্চাশোর্ধ্ব ২ জন এবং সত্তরোর্ধ্ব ১ জনের মৃত্যু হয়।

বিভাগওয়ারী পরিসংখ্যানে দেখা গেছে, ৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ১ জন, চট্টগ্রামে ২ জন এবং রাজশাহী বিভাগে ১ জনের মৃত্যু হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি