সুনামগঞ্জে ইন্টার্নি চিকিৎসকের সরকারবিরোধী পোস্ট

সুনামগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩, ৯:০৫ অপরাহ্ণ | আপডেট: ৭ মাস আগে

সুনামগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এক ইন্টার্নি চিকিৎসকের বিরুদ্ধে সরকার বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তার নাম মোহাম্মদ মানিক মিয়া। সে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের ফজলু মিয়ার ছেলে । ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির ও জামাতের সভা সামাবেশের ছবি তার নিজের ফেসবুকে শেয়ার করে লেখেন, সরকারের দিন শেষ। অচিরেই এ সরকারের পতন হবে।

জানা গেছে, প্রায় দেড় বছর ধরে সিনিয়র কনসালটেন্ট ডা. বিষ্ণুপদ চন্দের প্রভাব খাটিয়ে বিভিন্ন ঔষধ কোম্পানির কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া ছিল তার কাজ। হাসপাতালে অন্যান্য দুর্নীতির সাথেও জড়িত।

ডা. বিষ্ণুপদ রায়ই তাঁর সহকারী হিসাবে মানিককে নিয়োগের তদবির করেন।
তবে, এ ঘটনার পর ডা. বিষ্ণু রায় বলেন, এটা টোটালি অনুচিত কাজ। সরকারের সুবিধা নিয়ে কেউ এ ধরনের সরকারবিরোধী কার্যকলাপে জড়িত থাকতে পারে না।

সুনামগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, দাদা তাকে রেখেছেন। আমি এখন ‘ না’ করে দেবো।

সুনামগঞ্জের সিভিল সার্জন আহমদ হোসেন বলেন, সুনামগঞ্জ হাসপাতালে মূলত ইন্টার্নি চিকিৎসক নাই। যারা আছে তারা ম্যাটস থেকে নিয়োগপ্রাপ্ত। কেউ যদি এমন পোস্ট দিয়ে থাকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি