সিলেটে ২ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২, ৯:১৭ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

২ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে সিলেটে উদ্বোধনী অনুষ্টান ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) সিলেট জেলা প্রশাসনের আয়োজনে নগরীর রিকাবীবাজারস্হ সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে মেলার উদ্বোধন অনুষ্টান ও আলোচনা সভা অনুষ্টিত।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাদিয়া বিনতে সোলয়ামাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এটুআই এর যুগ্ম প্রকল্প পরিচালক মিজ নাহিদ সুলতানা মল্লিক, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌসিফ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মোবারক হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিসটমো:ইমরুল হাসানসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা।

সিলেটে দুইদিন ব্যাপী আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার আজ প্রথম দিনে মানুষের ভীড় ছিলো। মেলা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ছাড়াও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

দ্বিতীয় দিনেও রয়েছে নানা কর্মসূচি। মুহাম্মদ আলী জিমনেসিয়ামে ছোট ছোট স্টলে সেজেছে ডিজিটাল উদ্ভাবনী মেলা। দর্শনার্থীরা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা উপভোগ করতে পারবেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি