সিলেট পাসের ৭৮.৮২, ফল বিপর্যয়ের কারণ বন্যা

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২, ৯:২৯ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় হয়েছে। এবার এসএসসি পরীক্ষায় পাসের হার কমেছে ১৭ দশমিক ৯৬ শতাংশ। এবছর সিলেট বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ। গত বছর যা ছিলো ৯৬ দশমিক ৭৮ শতাংশ। তবে গতবছরের চেয়ে এবার জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২ হাজার ৭৩১ জন।

সোমবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টায় সিলেট শিক্ষাবোর্ডের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলন করে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল আনুষ্ঠানিকভাবে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করেন। এ সময় বোর্ডের সচিব অধ্যাপক মো. কবির আহমদ ও কলেজ পরিদর্শক ড. মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ফলাফল খারাপ হওয়ার কারণ সম্পর্কে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল বলেন, এবার সিলেট বিভাগে দীর্ঘ মেয়াদী দুদফার বন্যা ও মানবিক বিভাগে বেশি পরীক্ষার্থী হলেও বেশির ভাগই গণিতে ফেল করেছে। ফলে সার্বিকভাবে এ বোর্ডের ফলাফলে প্রভাব ফেলেছে। তবে শিক্ষার মান বেড়েছে এবার। গতবছরের চেয়ে এবার জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২ হাজার ৭৩১ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল মানবকন্ঠকে বলেন, চলতি বছর সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ১ লাখ ১৬ হাজার ৪৯০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ৯০ হাজার ৯৪৮ জন পাস করেছে। ফেল করেছে ২৫ হাজার ৫৪২ জন শিক্ষার্থী।

সিলেট বোর্ডে ৪৯ হাজার ৮৭ জন ছেলে ও ৬৬ হাজার ৩০৪ জন মেয়ে পরীক্ষার্থী পাস করেছে। ছেলে ও মেয়েদের পাসের হার যথাক্রমে ৭৮ দশমিক ৭১ শতাংশ ও ৭৮ দশমিক ৯০ শতাংশ।

এবার এই পরীক্ষায় ৭ হাজার ৫৬৫ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এর মধ্যে ৩ হাজার ২৫৪ জন ছেলে ও ৪ হাজার ৩১১ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তির দিক দিয়ে এবারও সিলেট বোর্ডে মেয়েরা এগিয়ে রয়েছে ছেলেদের চেয়ে। তবে গতবছরের চেয়ে এবার জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২ হাজার ৭৩১ জন।

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ফলাফল পরিসংখ্যান অনুযায়ী এবার সিলেট শিক্ষাবোর্ডের অধীন ৯৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ১৫০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ২৭টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। একজনও পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা শূন্য।

সর্বোচ্চ পাসের হার ও জিপিএ ৫ বিজ্ঞান বিভাগে :
এবারে সিলেট বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৩ দশমিক ৫৭ শতাংশ। এই বিভাগে ২৩ হাজার ৩১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩ হাজার ২৩০ জন পাস করেছে।

জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৮৯৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ৩ হাজার ১০৬ জন এবং মেয়ে ৩ হাজার ৭৮৮ জন শিক্ষার্থী। এর মধ্যে এ বিভাগে ছেলেদের পাসের হার ৯৪ দশমিক ৬৯ শতাংশ। আর মেয়েদের পাসের হার ৯২ দশমিক ৬৫ শতাংশ।

সবচেয়ে পাসের হার কম মানবিকে :
সিলেট শিক্ষাবোর্ডে মানবিক বিভাগে পরীক্ষার্থী সবচেয়ে বেশি হলেও পাসের হার সবচেয়ে কম। এবিভাগে পাসের হার ৭৩ দশমিক ৮ শতাংশ। এরমধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩৮৯ জন শিক্ষার্থী।

মোট ৮৪ হাজার ২৭৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬১ হাজার ৪৮৩ জন। এ বিভাগে ছেলেদের পাসের হার ৭২ দশমিক ৬৬ শতাংশ। আর মেয়েদের পাসের হার ৭৪ দশমিক ৫৮ শতাংশ।

সবচেয়ে কম পরীক্ষার্থী ও জিপিএ ৫ ব্যবসায় শিক্ষায় :
সিলেট শিক্ষাবোর্ডের অধীনে সবচেয়ে কম ব্যবসায় শিক্ষায় বিভাগের পরীক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নেন। এই বিভাগে মোট ৮ হাজার ৮৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭ হাজার ৭২৮ জন। জিপিএ ৫ পেয়েছে মোট ২৮২ জন শিক্ষার্থী। এই বিভাগে পাসের হার ৮৭ দশমিক ৩৬ শতাংশ।

জেলাওয়ারি ফলে সবার ওপরে সিলেট :
সিলেট শিক্ষাবোর্ডের অধীন চার জেলার মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে সিলেট জেলার শিক্ষার্থীরা। এ জেলায় ৪৩ হাজার ৪৮০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩৬ হাজার ১৩জন। এই জেলায় পাসের হার ৮১ দশমিক ৯৫ শতাংশ।

সুনামগঞ্জ জেলার মোট ২৩ হাজার ৪৭৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৮ হাজার ৬০৯জন। এই জেলায় পাসের হার ৭৯ দশমিক ৯৫ শতাংশ।

হবিগঞ্জ জেলার মোট ২৩ হাজার ৮৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৭ হাজার ৭১৭জন। এই জেলায় ৭৭ দশমিক ৮৬ শতাংশ। এছাড়া মৌলভীবাজার জেলায় মোট ২৫ হাজার ৩৪৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৮ হাজার ৬০৯জন। এ জেলায় পাসের হার ৭৩ দশমিক ৮৩ শতাংশ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি