অচেতন অবস্থায় মিলল এমসি কলেজের ছাত্রীকে, চিরকুট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২, ৮:৫৫ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

সিলেটের বটেশ্বর থেকে অচেতন অবস্থায় এমসি কলেজের এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। তার পাশে রাখা একটি চিরকুট উদ্ধার করা হয়। সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে তাকে উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

উদ্ধার চিরকুটে লেখা আছে, ‘ও আমাদের শিকার নয়। আমাদের গাড়িতে সিগন্যাল দিয়েছে, এজন্য আমরা পুরিরে (মেয়ে) গাড়িতে তুলতে বাধ্য হই। কোনও ভালো মানুষ পেলে পৌঁছায় দিও।’

জানা যায়, বটেশ্বর বাজারের গ্রীন লঙ্কা রেস্টুরেন্টের সামনে অচেতন অবস্থায় পাওয়া যায় কলেজছাত্রীকে। এসময় তার রসায়ন বিভাগের অনার্স পরীক্ষার একটি রেজিস্ট্রশন কার্ড পাওয়া যায়। যার শিক্ষাবর্ষ ২০১৮-২০১৯।

সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ওসি আনিসুর রহমান বলেন, এমসি কলেজের ওই ছাত্রীকে অজ্ঞান অবস্থায় পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ তাকে উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত। জ্ঞান ফিরার পর তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি