প্রাইভেট কারে গরু চুরি, আটক ৫ চোর

কোম্পানীগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৩, ১:৩০ পূর্বাহ্ণ | আপডেট: ৫ মাস আগে

একটি প্রাইভেট কারের পেছনের আসনে বহন করা হচ্ছিল গরু। দীর্ঘ সময় গাড়িতে থাকায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় চোরাই গরু। পথিমধ্যে গাড়ি থামিয়ে মরা গরু ফেলতে গিয়েই জনতার হাতে ধরা পড়েন পাঁচ জন। পরে পুলিশ এসে প্রাইভেট কারসহ পাঁচ ব্যক্তিকে থানায় নিয়ে যান।

শুক্রবার দুপুর ২টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের বর্নি এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত পাঁচজন হলেন, সুনামগঞ্জের ছাতক উপজেলার খাসগাঁও গ্রামের মৃত হারিছ আলীর ছেলে সানুর আলী, সাউদপুর গ্রামের ফজল মিয়ার ছেলে রুয়েল আহমদ, সিলেটের ওসমানী নগর থানার পশ্চিম তিলাপাড়ার মহিব উল্লার ছেলে নজরুল ইসলাম ও কোম্পানীগঞ্জ উপজেলার বর্নি গ্রামের মনির উদ্দিনের ছেলে শামসুদ্দিন।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক শরীফুল আলম জানান, আটক পাঁচ ব্যক্তি পেশাদার গরু চোর। তারা মৌলভীবাজারের পাহাড়ি এলাকা থেকে গরু দুটি চুরি করে প্রাইভেট কারে করে নিয়ে এসেছিল। গরুগুলো মারা গেলে মহাসড়কের পাশের খালে ফেলতে গিয়ে ধরা পড়ে তারা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, পাঁচ ব্যক্তি একটি প্রাইভেট কারের ভেতরে দুইটি গরু নিয়ে কোম্পানীগঞ্জের দিকে যাচ্ছিলেন। দুপুর ২ টার দিকে বর্নি এলাকায় পৌঁছে গাড়ি থেকে গরু নামানো হয়। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তারা তাদের আটক করেন। পরে পুলিশ গিয়ে প্রাইভেট কারসহ তাদের আটক করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে মৌলভীবাজারের পাহাড়ি এলাকা থেকে প্রাইভেট কারে করে গরু চুরি করে আসছিল। শুক্রবার চুরি করা দুইটি গরু গাড়িতে করে কোম্পানীগঞ্জে নিয়ে এসে ধরা পড়ে তারা। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি