সিলেটের পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১১ জুলাই ২০২৩, ১০:১০ অপরাহ্ণ | আপডেট: ১০ মাস আগে

সিলেটের পরিবহন শ্রমিকদের ঘোষিত অনিদিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার রাতে ১০টার দিকে সিলেটের জেলা প্রশাসকের সাথে অনুষ্ঠিত বৈঠক শেষে এ ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা।

সিলেট-তামাবিল মহাসড়কে বাস চলাচল নির্বিঘ্ন করতে এবং জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদকে গ্রেফতারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেছিল জেলা বাস-মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন।

গত শুক্রবার জৈন্তাপুরের দরবস্তে ইজিবাইকের সাথে বাসের ধাক্কায় পাঁচজন নিহত হওয়ার জের ধরে বৃহত্তর জৈন্তাপুর ১৭ পরগণা সালিশ কমিটির সভায় অদক্ষ ও লাইসেন্সবিহিীন বাসচালকদের ছাটাইয়ের দাবিতে এই সড়কে বাস চলাচল করতে না দেয়ার ঘোষণা দেয়া হয়েছিল। সে অনুযায়ী রোববার জৈন্তাপুরবাসী সিলেট-তামাবিল সড়কে বাস চলাচল বন্ধ করে দেন।

এর প্রতিবাদে সিলেট জেলা বাস মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সোমবার থেকে এই সড়কে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছিল। মঙ্গলবারের মধ্যে দাবি পূরণ না হলে বুধবার থেকে সিলেট জেলাজুড়ে একই কর্মসূচি ঘোষণা করেন তারা।

ঘোষণা অনুযায়ী সোম ও মঙ্গলবার এ সড়কে কোন বাস চলাচল করেনি। বুধবার থেকে যখন গোটা জেলাজুড়ে পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন নড়েচড়ে বসে জেলা প্রশাসন।

রাত সাড়ে ৯টার দিকে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বৈঠকে বসেন প্রশাসন এবং শ্রমিক নেতৃবৃন্দ। দীর্ঘ আলাপ আলোচনা শেষে বাস চলাচলের ব্যাপারে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান।

আলোচনার ফলাফল সন্তোষজনক হওয়ায় সিলেট জেলা বাস-মিনিবাস কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিযনের সভাপতি মো. মইনুল হোসেন কর্মবিরতির সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা দেন। এরপর জেলাজুড়ে যাত্রী সাধারণ ও শ্রমিকদের মধ্যে স্বস্তি নেমে আসে।

সভায় উপস্থিত ছিলেন. সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: ইমরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অবস) মো: শেখ সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রফিকুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি