ইমামদের খামে পুরে টাকা দিলেন মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ৩১ মে ২০২৩, ৩:১৪ অপরাহ্ণ | আপডেট: ১২ মাস আগে

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে এবার উঠেছে মসজিদের ইমামদের “বখশিশ” দেওয়ার অভিযোগ। নির্বাচনী আচরণবিধি ভেঙে মঙ্গলবার বিকেলে নগরীর চণ্ডীপুলস্থ কুশিয়ারা কনভেনশন সেন্টারে নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামানের সাথে সিলেট মহানগরীর ইমাম ও খতিবদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নৌকার পক্ষে প্রচারণা চালানোর জন্য নগরীর ইমাম ও খতিবদের টাকার খাম দিয়েছেন আনোয়ারুজ্জামান। খাকি খামের উপরে নীল কালিতে সীল দিয়ে লিখা রয়েছে আনোয়ারুজ্জামান চৌধুরীর নাম। প্রতিটি খামের ভেতরে ছিলো ১ হাজার টাকা। সিলেট নগরীর ৫ শতাধিক ইমাম ও খতিবকে এ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আনোয়ারুজ্জামানের সীল দেওয়া খামের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে চলছে তীব্র সমালোচনার ঝড়।

অথচ মঙ্গলবার সকালে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে শোকজ করা হয় আনোয়ারুজ্জামান চৌধুরীকে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি