সুনামগঞ্জে সামাদ আজাদ স্মরনে মন্দিরে বিশেষ প্রার্থনা

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১, ৯:৩১ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সংগঠক, মুজিবনগর সরকারের রাজনৈতিক উপদেষ্টা, স্বাধীন বাংলাদেশের প্রথম ও দু’বারের সফল পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জগন্নাথবাড়ী পরিচালনা কমিটির উদ্যোগে আজ সন্ধ্যায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

সামাদ আজাদের এক সময়ের রাজনৈতিক সহযোদ্ধা অব: শিক্ষক ধূর্জটি কুমার বসুর সভাপতিত্বে ও মন্দির পরিচালনা কমিটির সেক্রেটারী বিজয় তালুকদার বিজুর পরিচালনায় সভায় সামাদ আজাদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের অব: অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে, সংস্কৃত কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ চক্রবর্তী, রামকৃষ্ণ মিশন সেক্রেটারি শিক্ষক যোগেশ্বর দাস, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণাসিন্ধু চৌধুরী বাবুল, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সুবীর তালুকদার বাপ্টু ও জুনেদ আহমদ ও শংকর দাস, সিনিয়র অ্যাডভোকেট স্বপন কুমার দাশ রায়, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারি অমল কর, জেলা আওয়ামী লীগের মানব বিষয়ক সম্পাদক সিতেশ তালুকদার মঞ্জু, জেলা আওয়ামী লীগ সদস্য অ্যাড মলর চক্রবর্তী রাজু।

উপস্থিত ছিলেন হিন্দু ম্যারেজ রেজিস্ট্রার সুবিমল চক্রবর্তী চন্দন, জেলা যুবলীগ সদস্য সবুজ দাস, জেলা তথ্য ও প্রযুক্তি লীগের সম্পাদক জাকির হোসেন শাহিন, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড বিমান কান্তি রায় ও সম্পাদক বিমল বণিক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তনুজ কান্তি দে, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হিরন্ময় রায়, জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর দে, সহ-সভাপতি লিখন আহমদ, যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ,ছাত্রলীগ নেতা অমিয় মৈত্র প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি