সিলেটে বন্যা: ৫৭ জনের প্রাণহানি

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ৬ জুলাই ২০২২, ৮:৫৫ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

সিলেটে ভয়াবহ বন্যায় বুধবার (৬ জুলাই) দুপুর পর্যন্ত সিলেটসহ সারাদেশে ১১০ জনের প্রাণহানি হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। বিভাগটিতে ভয়ঙ্কর বন্যা একে একে কেড়ে নিয়েছে ৫৭টি প্রাণ। এর মধ্যে রয়েছে কোলের শিশুও।

বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ দিনে সিলেটসহ সারা দেশে বজ্রপাতে ১৫ জনের মৃত্যু হয়েছে। সাপের দংশনে মৃত্যু হয়েছে দুজনের। আর পানিতে ডুবে ৮৩ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট বিভাগে ৫৭, বন্যায় রংপুর বিভাগে ১২, ময়মনসিংহ বিভাগে ৪০ ও ঢাকা বিভাগে একজনসহ মোট ১১০ জনের মৃত্যু হয়েছে।

জেলাভিত্তিক মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে সুনামগঞ্জ। ১৭ মে থেকে ৪ জুলাইয়ের মধ্যে এ জেলায় ২৮ জনের মৃত্যু হয়েছে।

আর সিলেট জেলায় মৃত্যু হয়েছে ১৮ জনের। হবিগঞ্জ জেলায় পাঁচ ও মৌলভীবাজারে মারা গেছেন ছয়জন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি