সিলেটে পৌঁছেছে করোনার ২ লাখ ২৮ হাজার ডোজ ভ্যাকসিন

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২১, ২:৩৭ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেটে এসে পৌঁছেছে পৌনে তিন লাখ করোনা টিকা। রোববার (৩১ জানুয়ারি) দুপুরে বেক্সিমকো ফার্মার একটি শীতাতপ নিয়ন্ত্রিত কাভার্ডভ্যানে ২৩ টি কাটুন ভ্যাকসিন সিলেটে এসে পৌছায়। আগামী ৭ ফেব্রুয়ারি এসব টিকা প্রয়োগ করা হবে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সিলেটে আসা ২৩ কাটুন করোনা টিকার মধ্যে ১৯ কাটুন নিয়মিত আর ৪ কাটুন অতিরিক্ত হিসেবে আনা হয়েছে। প্রতিটি কাটুনে ১২০০ ভায়েল করে করোনার ডোজ থাকে। আর প্রতি ডায়েলে রয়েছে ১০ ডোজ করে করোনা টিকা। সেই হিসেবে দুই লাখ ২ লাখ ২৮ হাজার করোনা টিকা এসেছে। আর অতিরিক্ত হিসেবে এসেছে আরও ৪৮ হাজার ডোজ টিকা।

সিভিল সার্জন সূত্রে জানা যায়, সিলেট নগরীতে ১৩ টি জায়গায় করোনা টিকা দেয়া হবে। এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ টি বুথ, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮টি বুথ, বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে একটা বুথ থাকবে।

এর বাইরে সিলেট সিভিল সার্জন কার্যালয়ে দুটি বুথ রাখা হবে। প্রয়োজনে এগুলো কাজে লাগানো যাবে। এদিকে, জেলায় প্রতিটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ইপিআই সেন্টারে রাখা হবে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি