সিলেটে ধীরাজ হত্যা : আরও দুই আসামি ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ৭ জুন ২০২১, ৮:২৯ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুরে ইটভাটার ব্যবস্থাপক ধীরাজ পাল (৬০) হত্যা মামলায় আরও দুই আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সিলেটের মূখ্য বিচারিক হাকিম কাওসার আহমদের ভার্চুয়াল আদালত ট্রাক চালক ইকবাল হোসেন ও ইটভাটার নৈশপ্রহরী রাসেল আলীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ তথ্য নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা বালাগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) পিংকু চন্দ্র দাশ বলেন, আমরা ৩ আসামির ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলাম। এরমধ্যে ট্রাক চালক ইকবাল হোসেন ও ইটভাটার নৈশপ্রহরী রাসেল আলীর ৩ দিনের রিমান্ড প্রদান করেছেন আদালত। অপর আসামী ট্রাক চালকের সহকারি তোফায়েল আহমদের বয়স ১৮ হয়নি বলে তার আইনজীবী দাবি করেছেন। ফলে আদালত তাকে রিমান্ডে দেননি। আমরা তার বয়সের বিষয়টি আবার যাছাই-বাছাই করে দেখবো।

গত ২৮ মে দুপুরে বালাগঞ্জের গহরপুর এলাকার রতনপুর ইটভাটার ব্যবস্থাপক ধীরাজ পালকে তার কর্মস্থলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। স্থানীয়রা ধীরাজ পালকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, হামলার সময়ে ইটভাটা থেকে একটি ট্রাকে ইট উত্তোলন করা হচ্ছিলো। সেই ট্রাকের চালক ছিলেন ইকবাল হোসেন। সোমবার যার রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এরআগে গত ৩১ মে ইটভাটার ব্যবসায়িক অংশীদার ও ক্যাশিয়ার মেরাজুল ইসলাম চৌধুরী, ইটভাটার সহকারী ব্যবস্থাপক সুহেদ আহমদ ও সিএনজি অটোরিকশা চালক রুবেলের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত বৃহস্পতিবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

রিমান্ডে নিয়ে ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হলেও তারা হত্যাকান্ডের দায় স্বীকার করেনি বলে জানান তদন্তকারী কর্মকর্তা।
ধীরাজ পাল হত্যার পর ২৯ মে নিহতের বড় ছেলে প্রভাকর পাল বাপ্পা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে বালাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।

১০ দিনের পেরিয়ে গেলেও চাঞ্চল্যকর এই হত্যা মামলার রহস্য উদঘাটন করতে না পারায় ক্ষোভ বিরাজ করছে নিহতের পরিবার স্বজন ও এলাকাবাসীর মধ্যে।

ধীরাজ হত্যার সুষ্ঠ তদন্ত ও রহস্য উদঘাটনের দাবিতে গত ৩০ মে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করেন দক্ষিণ সুরমার আলমপুর এলাকাবাসী। ধীরাজ এই এলাকার মৃত দিজেন্দ্র পালের ছেলে।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, এই হত্যাকান্ডের রহস্য উদঘাটনের কাছাকাছি চলে এসেছে পুলিশ। আশা করছি আমরা দ্রুতই রহস্য উদঘাটন করতে পারবো।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি