সিলেটে উন্মোচন হলো টি-টোয়েন্টি সিরিজের ট্রফি

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪, ১০:২৯ অপরাহ্ণ | আপডেট: ২ সপ্তাহ আগে

২০২৪ সালের শেষ দিকে বাংলাদেশে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর প্রস্তুতির জন্যই মূলত বাংলাদেশে এসেছে ভারতীয় নারী ক্রিকেট দল।

রোববার (২৮ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।

ম্যাচের আগের দিন সিলেটের সুরমা পাড়ে পাঁচ ম্যাচে সিরিজের ট্রফি উন্মোচন করেছে দুই দল। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে সিলেট নগরের ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে ট্রফি উন্মোচন করা হয়।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা ও ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর ফটোসেশনের মাধ্যমে ট্রফি উন্মোচন করেন।

রোববার থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এর মধ্যে তিনটি ম্যাচ মূল গ্রাউন্ডে ও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে গ্রাউন্ড-২ তে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি