সিলেটের মাঠে বাংলাদেশের জয়

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩, ৭:১৮ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

পূর্ব আফ্রিকার দেশ সিশেলসের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি সিরিজের প্রথম ম্যাচ জিতেছে বাংলাদেশ। শনিবার (২৫ মার্চ) সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে জয়ী হয়। বাংলাদেশের হয়ে একমাত্র গোল করেছেন ডিফেন্ডার তারিক কাজী। দেশের মাটিতে ২৭ মাস পর জামালদের জয় তাই র‌্যাংকিংয়ে পেছনে থাকা দলের বিপক্ষে পাওয়া জয়েও উল্লাসটা একটু বেশিই।

২০২০ সালে নেপালের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে দেশের মাটিতে সর্বশেষ জিতেছিল বাংলাদেশ দল। ১৩ নভেম্বর সেই ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে জিতেছিল। এরপর নেপালের বিপক্ষে আরেকটি ম্যাচ ড্র হয়। ২০২১ সালে বাংলাদেশ দেশের মাটিতে কোনো ম্যাচ খেলেনি। ২০২২ সালের মার্চে সিলেটে মঙ্গোলিয়ার বিপক্ষে ড্র করেছিল। এক বছর পর সেই সিলেটে জয়ের দেখা পেল বাংলাদেশ।

আজকের এই ম্যাচটি বাংলাদেশের জন্য ঐতিহাসিকও। নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হওয়া এলিটা কিংসলে এই ম্যাচে খেলেছেন। অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশের হয়ে খেলার নজির গড়েছেন এলিটা। ম্যাচের দ্বিতীয়ার্ধে আমিনুর রহমান সজীবের বদলি হিসেবে নেমেছেন তিনি। গোলের সুযোগও পেয়েছিলেন দু’টি।

৬২ মিনিটে মতিনের বাড়ানোর বলে গোলরক্ষককে প্রায় একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি। নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হওয়া এলিটা গোল মিস করলেও বাংলাদেশ জিতেছে প্রবাসী ফুটবলারের গোলেই। প্রথমার্ধের ৪৩ মিনিটে তারিক কাজীর গোলে লীড নেয় বাংলাদেশ।
অধিনায়ক জামাল ভূইয়ার ফ্রি কিক সিশেলসের ডিফেন্ডার ক্লিয়ার করতে গিয়ে তারিকের সামনেই বল পড়ে। মাথা বাড়িয়ে সুন্দরভাবে বল জালে পাঠান তারিক। অপেশাদার দল হলেও সিশেলস ম্যাচে ফেরার চেষ্টা করেছে বারবার। বিশেষ করে দ্বিতীয়ার্ধে তারা বাংলাদেশকে যথেষ্ট চাপে রেখেছে। বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকোর দৃঢ়তায় সফরকারী দল ম্যাচে সমতা আনতে পারেনি।

বাংলাদেশ দল ম্যাচ জিতলেও মন খুব একটা জিততে পারেনি। অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষেও খুব সুন্দর ও গোছালো ফুটবল খেলতে পারেনি। যদিও এই দুই ম্যাচের জন্য সৌদি আরবে দশ দিনের বেশি থেকেছেন জামালরা। সিশেলসের বিপক্ষে আজকের জয় কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে খানিকটা চাপমুক্ত রাখবে। কারণ বাংলাদেশের কোচ হয়ে এর আগে তার মাত্র একটিই জয় ছিল। কম্বোডিয়ার মাটিতে কম্বোডিয়াকে হারানোর পর দ্বিতীয়বার ক্যাবরেরা জয়ের স্বাদ পেলেন তিনি।

২৮ মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে সিশেলসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ এই সিরিজের।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি