শাল্লায় হামলা : স্বাধীন মেম্বার কারাগারে

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ২১ মার্চ ২০২১, ৮:৩২ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার শহীদুল ইসলাম স্বাধীনকে (স্বাধীন মেম্বার) কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার বিকেলে জেলার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম কান্ত সিনহা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সেলিম নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হিন্দুদের বাড়িঘরে হামলা-লুটপাটের ঘটনায় করা দুই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৩৩ জনকে। এর মধ্যে স্বাধীনসহ ৩০ জনকে আদালতে নেয়া হয়। পরে স্বাধীনকে ১০ দিন ও অন্যদের পাঁচ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। বিচারক আজ সোমবার এই রিমান্ড শুনানির দিন ঠিক করেন।

স্বাধীনকে গত শনিবার ভোররাতে মৌলভীবাজারের কুলাউড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি