কুলাউড়ায় ভারতীয় নারী ও শিশুসহ আটক ৪

কুলাউড়া প্র‌তি‌নি‌ধি;
  • প্রকাশিত: ২৬ মে ২০২২, ১১:০৮ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

কুলাউড়া উপজেলার ষিকড়িয়া সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ ৪ ভারতীয়কে আটক করেছে বিজিবি।

বুধবার (২৫ মে) রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া গ্রাম থেকে তাদের আটক করে বৃহস্পতিবার ২৬ মে বাদের কুলাউড়া থানায় সোপর্দ করে। আটককৃতরা হলেন- ভারতের কৈলাশহর এলাকার বাবুল দাসের স্ত্রী শীপ্রা দাস ওরফে অর্পণা (৩৫) ও তার ৩ শিশু সন্তান।

শ্রীমঙ্গল বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশকালে উপজেলার শিকড়িয়া এলাকায় বুধবার রাতে অভিযান চালায় বিজিবি। শিকড়িয়া এলাকায় কাঁটাতারের বেড়া অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের বৃহস্পতিবার তাদের কুলাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, নারী-শিশুসহ আটককৃত ৪ জনকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি