মেহেরুন নেছা সুমি’র কবিতা ‘যদি পারতাম’

মেহেরুন নেছা সুমি;
  • প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০, ৫:৫৫ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

যদি পারতাম

যদি পারতাম শেখ মুজিবের মতো
বীর যোদ্ধা হতে,
তবে আবার নতুন রূপে
বাংলার আকাশে-বাতাসে মিশাইতাম
সত্য আর ন্যায়ের খোঁজ।

যদি পারতাম শেখ মুজিবের মতো
মানুষকে বিশ্বাস করতে,
তবে মানুষের চোখে চোখ রেখে বলতাম
সবার উপরে মানুষ সত্য,তাহার উপরে নাই।

যদি পারতাম শেখ মুজিবের মতো
ভালোবাসার ডাক দিতে,
তবে বজ্রকন্ঠে বলে উঠতাম
এসো অস্তছেড়ে সেনার বাংলা গড়ি৷

যদি পারতাম শেখ মুজিবের মতো
একজন বিবেকবান নেতা হতে,
তবে জাতির মুক্তির লড়াইয়ে বলতাম
এসো কোন্দল ছেড়ে মস্তিষ্ক দিয়ে লড়ি।

যদি পারতাম শেখ মুজিবের মতো
সাহসী নেতা হতে,
তবে বলে উঠতাম..
“এবারের সংগ্রাম,আমাদের মুক্তুর সংগ্রাম।
এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।”

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি