আয়েশা মুন্নির কবিতা ‘সুপ্রিয় নিঃসঙ্গতা’

আয়েশা মুন্নি ;
  • প্রকাশিত: ২৪ আগস্ট ২০২১, ১২:৩১ পূর্বাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সুপ্রিয় নিঃসঙ্গতা

 

“হে আমার সুপ্রিয় নিঃসঙ্গতা” !
দীর্ঘ নিদ্রাহীন রাত জাগা ভোরের
প্রতীক্ষার প্রহর কতটা?
অনন্ত অভিশপ্ত একটি কিশোরী
কবিতার চোখে জলের নদী!
বর্ণিল জীবনের আসরে, উৎসবের
রঙ ফিকে হয়েছে আলগোছে।
হতাশায় ডুবে থাকা কোন এক কবির
রংচটা চাপা কষ্টের নীলকন্ঠে
একটি বেদনাবিধুর কবিতার জন্ম
দিয়ে বর্ণ, শব্দ, পংক্তিমালারা
মুঠো মুঠো স্বপ্নগুলো উদাসী বাউল
বাতাসে উড়তে দেয়।
যে স্বপ্নের ক্ষুধায় কবি অবিরাম
লিখতো
সেই স্বপ্নপুরুষ সব ভুলে নির্লিপ্ত
স্থবির।

প্রিয় পাঠক, আপনিও সিলেটডায়রি’র অংশ হয়ে উঠুন। স্বাস্থ্য, শিল্প ,সাহিত্য, ক্যারিয়ার, পরামর্শ সহ যেকোন বিষয় নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন [email protected]এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি