সিলেটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১৪ মে ২০২৩, ৫:১১ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

পুলিশ, বিজিবি, র‍্যাবসহ প্রশাসনের স্ব স্ব ক্ষেত্রে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানোর মধ্য দিয়ে সিলেট জেলার আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ মে) সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মজিবর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মে মাসের সিলেট জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ, বিজিবি, র‍্যাবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর পরিচালনায় উক্ত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন, সিলেটের পুলিশ সুপার, অধিনায়ক ১৯ বিজিবি, অধিনায়ক ৪৮ বিজিবি, উপপুলিশ কমিশনার (উত্তর), এসএমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ ও জেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভার শুরুতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনাকালে জেলা প্রশাসক মো. মজিবর রহমান পবিত্র রমজান এবং ঈদুল ফিতর নির্বিঘ্নে উদযাপনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সিলেট জেলার আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনায় পুলিশ সুপার বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। তিনি সিলেট জেলায় অপমৃত্যুর কারণ হিসেবে রোড এক্সিডেন্ট, শিশুদের পানিতে ডুবে মৃত্যু, বজ্রপাত ইত্যাদি কারণ উল্লেখ করে সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন।

উপপুলিশ কমিশনার (উত্তর), এসএমপি বলেন, মেট্রোপলিটন পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি মোবাইল কোর্টে সহায়তা দিয়ে আসছে।

সভাকে অধিনায়ক, ১৯ বিজিবি বলেন, গতমাসে ১২৬টি অভিযান পরিচালনা করে আনুমানিক ২কোটি ৮৩ লক্ষ ৫৭৫০০ টাকার অবৈধ মালামাল আটক করা হয়েছে। তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

অধিনায়ক, ৫২ বিজিবি জানান, গতমাসে ৯৩০টি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২,০৬,৩০০ টাকার অবৈধ পণ্য আটক করা হয়।

এসময় জেলা প্রশাসক, সীমান্ত এলাকায় অপরাধ বন্ধে সচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজনের জন্য সীমান্তবর্তী উপজেলা (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, বিয়ানীবাজার, জকিগঞ্জ) স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী অফিসারদের অনুরোধ করেন।

সভা শেষ পর্যায়ে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক, সিলেট উপস্থিত সকলকে নিজ নিজ অবস্থান থেকে যথাযথভাবে দায়িত্ব পালনের অনুরোধ জানান।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি