কানাইঘাটে বিপুল পরিমান মদসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১৩ মে ২০২৩, ১২:১৫ পূর্বাহ্ণ | আপডেট: ১২ মাস আগে

সিলেটের কানাইঘাট থেকে ১৯২ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী করিম উদ্দিন (২৪)কে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১২ মে) বিকাল ৩টার দিকে কানাইঘাট থানার ওসি মো. গোলাম দস্তগীর আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের দর্পনগর পূর্ব থেকে তাকে আটক করে।

আটক মাদক ব্যবসায়ী উপজেলার নারাইনপুর গ্রামের মৃত শামীম আহমদের ছেলে।

পুলিশ জানায়, অভিযানকালে ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে সহযোগী অন্যন্যা মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে ওসি মো. গোলাম দস্তগীর আহমেদ জানান, আটক আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ভারতীয় সীমান্ত এলাকা থেকে উদ্ধারকৃত মদ সংগ্রহ করে সুরমা নদী পার হয়ে জকিগঞ্জ থানাধীন কালিগঞ্জ বাজারে নিয়ে যাচ্ছিল।

আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি মো. গোলাম দস্তগীর আহমেদ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি