স্বাস্থ্যসেবায় নিশ্চিতে সরকার আন্তরিক: সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৩, ৭:০১ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউ-৩ ইউনিট এ অঞ্চলের মানুষের বিশেষ করে মুমুর্ষ রোগীদের জীবন বাঁচাতে মূল্যবান অবদান রাখবে। এসময় দ্বিতীয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জন্য জমি অধিগ্রহনের কাজ দ্রুত শুরু করতে নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

শুক্রবার দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিও-৩ ইউনিট উদ্বোধনী অনুষ্ঠানে এসব নির্দেশনের দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী ওসমানী মেডিকেল কলেজ হাসপতালের দ্বিতীয় শাখার কাজ শুরুর ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগাদা দিয়ে বলেন, এ হাসপাতালের ওপর চাপ কমাতে এবং সিলেটবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত ওসামানীর দ্বিতীয় শাখার কাজ শুরু করা জরুরী। তিনি জমি অধিগ্রহনের কাজ দ্রুত শুরুর নির্দেশনা দিয়ে বলেন, তাহলে আর সিলেটবাসীকে বিদেশে চিকিৎসার জন্য যেতে হবেনা। এতে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে তেমনি মানুষের জীবনও অনেক সুরক্ষিত হবে।

মন্ত্রী আরো বলেন, ‘সরকারের নীতিগত সিদ্ধান্ত, বাংলাদেশের সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আর একটিও রোহিঙ্গা প্রবেশ করতে দেওয়া হবে না। সম্প্রতি যারা দেশে প্রবেশ করেছে তাদের বের করে দেওয়া হবে।’ এর আগে আজ শুক্রবার সকালে তিনি বিমানযোগে ওসামনী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি