সিলেটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২২, ১:০৭ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

সিলেটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২২ উপলক্ষে ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সিলেটের আয়োজনে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মুক্ত মঞ্চে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো: জাকারিয়া।

এছাড়া বক্তব্য দেন সিলেটে রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মফিজ আহম্মেদ পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের সামগ্রিক উন্নয়নে অংশগ্রহণের আহবান জানান। পরে সবাই দুর্নীতির বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এর আগে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি