প্রাচীন কাল থেকে সিলেটে সাহিত্য সংস্কৃতিতে সমৃদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২, ৭:৩২ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

সিলেট প্রাচীন কাল থেকে সহিত্য সংস্কৃতিতে সমৃদ্ধ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (২২নভেম্বর) সকাল ১১টায় সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত দুদিনব্যাপী সাহিত্য ও সংস্কৃতি মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা স্টেডিয়ামে জেলা সাহিত্য মেলার উদ্বোধন অনুষ্টানে সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমানের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সাংস্কৃতিক মন্ত্রালয়ের যুগ্ন সচিব সুব্রত ভৌমিক, অতিরিক্ত ডিআইজি ও সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যপক জাকির হোসেন, বিশিষ্ট লোক সংগীত গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ।

এসময় উপস্থিত ছিলেন, স্হানীয় সরকার সিলেটের উপ-পরিচালক মামুনুর রশিদ,সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো: ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌসিফ আহমদ।

পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে আশা প্রকাশ করেন, সিলেটের কবি সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীরা প্রাচীন ঐতিহ্যের পথ ধরে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি