সরকার কৃষকদের ব্যপারে অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার

গোলাপগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ২ নভেম্বর ২০২২, ১২:২৮ পূর্বাহ্ণ | আপডেট: ১ বছর আগে

সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১ ইঞ্চিও জায়গা ফাঁকা থাকবে না। তারই অংশ হিসেবে সরকার কৃষকদের ব্যপারে অত্যন্ত আন্তরিক। হাওর এলাকায় তালগাছ লাগানো হয়েছে। এটি বর্জ নিরোধক হিসেবে কাজ করবে পাশাপাশি কৃষকদের সরিষার বীজ দেওয়া হয়েছে। গোলাপগঞ্জে প্রায় ৮০০ বেশি টিলা রয়েছে। সেগুলো কৃষি কাজের আওতায় কিভাবে আনা যায় তার কাজ শুরু করতে হবে।

গোলাপগঞ্জে অনাবাদি পতিত জমি চাষের আওতায় আনার লক্ষ্যে সরিষা বীজ বিতরণ ও কৃষক উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, কৃষকদের সার বীজসহ সবধরণের সহযোগিতা করছে সরকার। ফলে কৃষকরা সুবিধা পাচ্ছে। বর্তমানে দেশে কোন সংকট নেই। কোন ডিলার সারের কৃত্রিম সংকট সৃষ্টি করলে তাদের লাইসেন্স বাতিল করা হবে। পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি কৃষকদের সব ধরনের কৃষি চাষ করার আহবান জনিয়ে বলেন কোন ধরণের জমি পতিত রাখা যাবেনা। এক ইঞ্চিও না। যদি সরকারী জায়গা পতিত থাকে তাহলে সেখানেও কৃষি ক্ষেত করা যাবে। এই অঞ্চলের আশপাশের যত টিলা আছে সেগুলোতে আনারস, কফি ও কাজুবাচাষের বাগান গড়ে তুলতে হবে। কফি ও কাজুবাদাম হচ্ছে লাভজনক। এক সময় কফি, আনারস ও কাজুবাদাম বাগানগুলো এক সময় টাকার বাগানে পরিণত হবে।

মঙ্গলবার বিকেলে উপজেলার লক্ষণাবন্দের ধামড়ি হাওরে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের অর্থায়নে এ বীজ বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব উপজেলা নির্কবাহী কর্মকর্তা মৌসূমী মান্নান। বিসেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার, (সার্বিক) দেবজিৎ সিংহ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি তৌসিফ আহমেদ। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর শাফী চৌধুরী এলিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিছুজ্জামান, স্থানীয় চেয়ারম্যান খলকুর রহমান। অনুষ্টানের আগে ধামড়ির হাওবে তাল গাছে চারা রোপন করেন প্রধান অতিথি। এরপর লক্ষণাবন্দে বিশাল আনারস বাগান ‘আলভিনা গার্ডে’ পরিদর্শন করেন তিনি। অনুষ্টানে উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামানের কর্মের জন্য ভূয়সী প্রসংশা করের প্রধান ও বিশেষ অতিথিসহ উপস্থিত সকল অতিথি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি