গোলাপগঞ্জের নিখোঁজ দুই কিশোরীকে উদ্ধার করলো র‍্যাব

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৩৬ অপরাহ্ণ | আপডেট: ৩ মাস আগে

সিলেটের গোলাপগঞ্জ থেকে নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রীকে ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে র‌্যাব।

র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গত ২৭ ফেব্রুয়ারি সকালে গোলাপগঞ্জের খর্দ্দাপাড়া এলাকায় মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ১৩ ও ১৫ বছরের দুই কিশোরী। তারা উভয়ই সিলেটের গোলাপগঞ্জের হাজী আব্দুস শহীদ মহিলা আলিম মাদ্রাসার শিক্ষার্থী।

এই ঘটনায় পরিবারগুলোর পক্ষ থেকে গোলাপগঞ্জ মডেল থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরই প্রেক্ষিতে ভিকটিমদের উদ্ধারে র‌্যাব-৯, সিলেট ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল গত ২৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নিখোঁজ দুই কিশোরীকে সুস্থ অবস্থায় উদ্ধার করে।

কিশোরীদের পরিবারের কাছে হস্তান্তরসহ সার্বিক ব্যবস্থা গ্রহণে তাদেরকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয় বলে জানায় র‍্যাব।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি