ওসমানীতে জরুরী অবতরণ করা ৫ বিমানের দুটিতে ত্রুটি

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৪, ৯:৫৭ অপরাহ্ণ | আপডেট: ৪ মাস আগে

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি ৫ ফ্লাইট। সোমবার রাত থেকে বিমানের এসব ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তিনটি ফ্লাইট ফিরে গেলেও যান্ত্রিক ত্রুটির কারণে দুটি উড়োজাহাজ এখনো হ্যাঙ্গারে রয়েছে। ত্রুটি সারাতে কাজ চলছে বলে জানিয়েছে ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ।

ওই দুটি বিমানের যাত্রীদেরকে বিভিন্ন ফ্লাইটে নেওয়া হয়েছে বলেও জানায় ওই সূত্র।

হযরত শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, কুয়াশার কারণে সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত এয়ারপোর্টে ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করতে পারেনি। এ কারণে সাড়ে ৮ ঘণ্টা উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বন্ধ ছিল। এই সময়ে ৫টি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। এছাড়া একটি ফ্লাইট চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে নামে। মঙ্গলবার সকাল ৯টা থেকে যথারীতি ফ্লাইট উঠা-নামা শুরু হয়।

মঙ্গলবার ৯টার পর সিলেটে আসা ৫টির মধ্যে ৩টি ফ্লাইট ফিরে গেলেও দুটি উড়োজাহাজে ত্রুটি দেখা দেওয়ায় মেরামত কাজ চলছে বলে জানা গেছে। এছাড়া ওই দুটি বিমানের বেশ কিছু যাত্রীদেরকে অন্যান্য ফ্লাইটে পাঠানো হয়েছে। কিছু যাত্রীকে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে মঙ্গলবার সন্ধ্যায় জানিয়েছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ।

তিনি জানান, ঘন কুয়াশার কারণে ঢাকায় অবতরণ করতে না পেরে সাড়ে ৮ ঘণ্টায় শারজাহ, মাস্কাট, গুয়াঞ্জু, দোহা ও সিঙ্গাপুর থেকে ৫টি ফ্লাইট সিলেটে আসে। ৩টি ফ্লাইট ঢাকায় গেলেও ২টি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এখনো যেতে পারেনি। ত্রুটি সারাতে কাজ চলছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি