গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় মহিষ উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ৭:৪৬ অপরাহ্ণ | আপডেট: ১২ মাস আগে

সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ১৪ টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে।

শুক্রবার ( ১৫ সেপ্টম্বর) বিকেলে উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের উত্তরের হাওর (যুগিরকান্দি) এলাকা হতে ১৪ টি বিভিন্ন সাইজের ভারতীয় মহিষ উদ্ধারপূর্বক জব্দ করে গোয়াইনঘাট থানা পুলিশ।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, সিলেটের মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় গোয়াইনঘাট থানা পুলিশ সীমান্তে চোরাচালান প্রতিরোধে প্রতিনিয়ত বিভিন্ন অভিযান পরিচালিত করে আসছে। এছাড়াও গোয়াইনঘাট থানা এলাকায় অপরাধ দমন, আসামী গ্রেফতার, আইন শৃঙ্খলা রক্ষায় গোয়াইনঘাট থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত, সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে গোয়াইনঘাট থানা পুলিশ সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। এরই আলোকে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব আলীরগাঁও ইউনিয়নের জুগিরকান্দি উত্তর হাওর এলাকা থেকে গোয়াইনঘাট থানা পুলিশ ১৪ টি ভারতীয় মহিষ উদ্ধার করে। উদ্ধারকৃত মহিষ গুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি