২৪ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করবে সিসিক

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ২৮ জুন ২০২৩, ৬:৩০ অপরাহ্ণ | আপডেট: ১১ মাস আগে

ঈদের দিন সকাল থেকে সিলেটে ২৪ ঘন্টার মধ্যেই কোরবানির পশুর হাট ও কোরবানির পশু জবাইয়ের বর্জ্য অপসারণের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন। এজন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। মহানগর পরিচ্ছন্নতায় ঈদের দিন ১০টি টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিসিকের পাবলিক রিলেশন্স অফিসার আবদুল আলিম শাহ।

বিজ্ঞপ্তিতে বলা হয়- গত বছরের ধারাবাহিকতায় এবারও ২৪ ঘণ্টার মধ্যেই নগর পরিচ্ছন্ন করতে সিসিকের পরিচ্ছন্ন শাখার সকল কর্মী ৩ স্থরে অন্তত ৩২০০ পরিচ্ছন্নতাকর্মী কাজ করবেন। ৪২ ওয়ার্ডের পরিচ্ছন্নতা কাজে ১০টি টিম কোজ করবে। এছাড়া সুষ্ঠুভাবে বর্জ্য অপসারণ কাজ সম্পন্ন করতে সিসিকের বিশেষ মনিটরিং টিমও মাঠে থাকবে। বর্জ্য অপসারণের পরপর জীবানুমুক্তকরণে নগরজুড়ে জীবাণুনাশকও ঔষধও ছিটানো ও স্প্রে করা হবে।

নগর পরিচ্ছন্নতার কাজে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান, সিসিকের সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক, সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী রজি উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহান, প্রশাসনিক কর্মকর্তা ও পরিচ্ছন্ন কর্মকর্তা সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, প্রতি বারের মত নগরবাসির সহযোগীতায় কোরবানী পরবর্তী দ্রুততম সময়ে আমরা সিলেট নগরকে পরিচ্ছন্ন করে তুলবো। কোরবানীর পশু জবাইয়ের বর্জ্য কোনভাবেই বাসা বাড়ির আশপাশের কোন ড্রেন, ছড়া কিংবা নদীতে ফেলবেন না। নির্ধারিত স্থানে বা বাসার সামনে সংরক্ষন করবেন এবং সিসিকের পরিচ্ছন্ন শাখায় যোগযোগ করবেন।

 

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি