প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় পোস্টমাস্টার

শ্রীমঙ্গল প্রতিনিধি;
  • প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৪, ৭:৪১ অপরাহ্ণ | আপডেট: ৪ মাস আগে

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের পক্ষে নির্বাচনী সভায় অংশ নিয়েছেন শ্রীমঙ্গল সরকারি ডাকঘরের পোস্ট মাস্টার মো. আব্দুল মতিন ও নিজের বাসায় নির্বাচনী সভারও আয়োজন করেন। এ ছাড়াও তিনি নৌকার প্রার্থীর বিভিন্ন সভা সমাবেশেও উপস্থিত থাকছেন।

সরকারি চাকরিজীবী হয়ে কীভাবে তিনি প্রকাশ্যে শ্রীমঙ্গলে নৌকার প্রার্থীর প্রচারণায় অংশ করেন। এ নিয়ে সর্ব মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

নির্বাচনী আইন ও নিয়ম নীতির তোয়াক্কা না করেই নৌকার প্রার্থীর পক্ষে মাঠে সরব রয়েছেন শিক্ষক, শিক্ষিকা ও পোস্টমাস্টাররা। এ নিয়ে নির্বাচনী এলাকার রাজনীতিবিদ ও সচেতন মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

অন্যদিকে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির জেলা ও উপজেলা সভাপতি শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার ও উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাশ নৌকার নির্বাচনী প্রচাারণা সভায় সরব অংশগ্রহণ করছেন। এদিকে ১৯ ডিসেম্বর রাত ৮টার দিকে নৌকার পক্ষে স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত নির্বাচনী সভায় মহিলা সমাবেশের আয়োজন করা হয়। একই সঙ্গে নির্বাচনী প্রচারণার থিম সং উন্মোচন করা হয়।

নৌকার নির্বাচনী সভায় অংশ নেওয়ার এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ছে। সর্বশেষ গত বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে পৌরসভার ৩নং ওয়ার্ডে নৌকার উঠান বৈঠকে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আব্দুল মতিন আব্দুস শহীদের সঙ্গে অংশ নেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি