হবিগঞ্জে যুবদল ও ছাত্রদল নেতাসহ ৩ জনকে তুলে নেওয়ার অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৩, ৯:১৮ অপরাহ্ণ | আপডেট: ৭ মাস আগে

হবিগঞ্জে পুলিশ এসল্ট মামলায় জামিনে বের হওয়ার পর জেল গেট থেকে যুবদল আহ্বায়ক ও ছাত্রদল সভাপতিসহ তিনজনেক উঠিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ধুলিয়াখালস্থ জেল গেট থেকে জেলা যুবদল আহ্বায়ক জালাল আহমেদ, জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন ও পৌর কাউন্সিলর জালাল আহমেদকে একটি কালো রঙয়ের হাইয়েস গাড়িতে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে কারা তাদের তুলে নিয়ে গেছে বিষয়টি কেউ নিশ্চিত করতে পারেনি।

জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুমন জানান, আজকে তিন নেতাকে জেলা ও দায়রা জজ আদালত থেকে একটি মামলায় তাদের জামিন দেয়। বিকেল ৫টার দিকে তারা জেল থেকে বের হলে সাদা পোশাকধারী ডিবি পুলিশ সদস্যরা তাদের একটি কালো হাইয়েসে করে নিয়ে যায়।

এ বিষয়ে আইনজীবী অ্যাডভোকেট আফজল আহমেদ জানান, সকালে তাদের পুলিশ এসল্ট মামলায় জামিন হয়েছে। বিকেলে তাদের জেল থেকে বের হওয়ার কথা। তবে আমি লোকমুখে শুনেছি তাদের জেল গেট থেকে আইশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে।

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী জানান, জেল গেট থেকে তিনজনকে মানুষের সামনে সাদা পোশাকধারী লোকজন নিয়ে গেছে। আমরা বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি।

এ বিষয়ে ডিবির ওসি নুর ইসলাম মামুন জানান, আমি বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে জানাচ্ছি। পরে তিনি ফোন রেখে দেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি