হবিগঞ্জে বড় ভাই খুনের দায়ে ছোট তিনভাই র‍্যাবের হাতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১১ মে ২০২২, ৫:১৭ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

হবিগঞ্জে সদরে আলোচিত ছোট তিন ভাইয়ের হাতে বড় ভাই খুনের মামলার প্রধান ৩ আসামীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৯। বুধবার (১১ মে) ভোররাতে পৃথক অভিযানে হবিগঞ্জ ও ঢাকো থেকে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার বিকেলে র‍্যাব ৯ এর এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‍্যাবের অধিনায়ক উইং কমাণ্ডার মমিনুল হক।

সংবাদ সম্মেলনে মমিনুল হকজানান, দুষ্কৃতিকারীরা গত ৬ মে শুক্রবার সকাল আনুমানিক ১০টায় পূর্ব শত্রুতাবশত হবিগঞ্জ সদর থানার সুখচর গ্রামের শাহজাহান মিয়াকে আক্রমণ করে এবং আরো কয়েকজনকে গুরুতর রক্তাক্ত জখম করে। এ ঘটনায় এজাহারনামীয় ১৪ জনকে এবং অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামী করে গত রোববার (৮ মে) নিহতের স্ত্রী হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যামামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এ ঘটনাটি মিডিয়ার মাধ্যমে দেশব্যাপী ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে আসামিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে ব্যাব-৯ তার গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯ এর একাধিক আভিযানিক দল এই মামলার তালিকাভূক্ত আসামী ১ নম্বর আসামী হবিগঞ্জ জেলার সদর থানার সুখচর গ্রামের মৃত মরম আলীর ছেলে জয়নাল মিয়া (৩২), কে ঢাকা মগবাজার এলাকা থেকে, ২নম্বর একই এলাকার আসামী মৃত আব্দুল কুদ্দুসের ছেলে বিশাল মিয়া (২৮)কে ঢাকার কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে ও ৩ নম্বর আসামী একই এলাকার মৃত আব্দুল কুদ্দুছের ছেলে আকছির মিয়া (৩২)কে হবিগঞ্জ জেলার বাহুবল থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ সহ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেফতারকৃত আসামীদের হবিগঞ্জ সদর মডেল থানায় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি