সিলেট জেলা প্রেসক্লাবে প্রবাসী সাংবাদিক এমরান আহমদকে নিয়ে আড্ডা

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২, ৮:২৮ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

সিলেট জেলা প্রেসক্লাবে লন্ডন-বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক ও প্রশিক্ষণ সম্পাদক মো. এমরান আহমদকে নিয়ে চা-চক্র ও আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

মহানগরীর পূর্ব জিন্দাবাজারে (বারুতখানা) জেলা প্রেসক্লাব কার্যালয়ে বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত চলে এই প্রাণবন্ত আড্ডা। এতে যেমনি সিলেট ও লন্ডনের সাংবাদিকতার নানা দিক উঠে আসে তেমনি চমৎকার স্মৃতিচারণে ফেলে আসা দিনগুলো প্রাণে প্রাণে দোলা দেয়।

আড্ডায় সিলেট বিভাগে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে লন্ডন প্রবাসী সিনিয়র সাংবাদিক মো. এমরান আহমদকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও শুভেচ্ছা স্মারক উপহার দেওয়া হয়।

সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি, মুক্তিযুদ্ধ গবেষক আল আজাদ বলেন, এ ধরনের আয়োজনে সহযোদ্ধাদের মধ্যে সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়। এই আয়োজন সিলেট জেলা প্রেসক্লাব ও লন্ডন বাংলা প্রেসক্লাবের মধ্যে মৈত্রীর সেতুবন্ধন তৈরি করব।

আড্ডায় স্বাগত বক্তব্য দেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ। এতে অংশ নেন, সিলেট জেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি মঈন উদ্দিন, সহসাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, দপ্তর সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম সুজন, নির্বাহী সদস্য, সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ ও নির্বাহী সদস্য মিঠু দাস জয়।

সিলেটের সাংবাদিকতার নানা বিষয় স্মৃতিচারণা করে বক্তব্য দেন, সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, সাবেক সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, জ্যেষ্ঠ সদস্য উজ্জ্বল মেহেদী, মামুন হাসান, আনিস মাহমুদ ও রনজিত সিংহ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি