সিলেটে ৮৩ লন্ডন প্রবাসী কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ১ এপ্রিল ২০২১, ৭:১৯ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে যুক্তরাজ্য থেকে সিলেটে আসলেন আরও ৮৩জন যুক্তরাজ্য প্রবাসী। তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর সরকারের নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধানে সকল যাত্রীদেরকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে পাঠানো হয়।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তারা হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে আসেন।

যেসব হোটেলের কোয়ারেন্টাইন ব্যবস্থায় রয়েছেন প্রবাসীরা- হোটেল অনুরাগে ১১ জন, হোটেল নূরজাহানে ৬জন, হোটেল হলিগেটে ১৭জন, হোটেল হলি সাইডে ৩জন, হোটেল স্টার প্যাসিফিকে ১জন, হোটেল লা রোজে ১৭জন, হোটেল লা ভিস্তায় ৮জন, হোটেল রেইন বো গেস্ট হাউজে ১০জন ও রয়েল প্লামে আরও ১০জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্যাহ তাহের। তিনি জানান, সরকারি নির্দেশনা অনুসারে আগত প্রবাসীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি