সিলেটে সেঞ্চুরি হাঁকালো করোনা

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ২৫ জুন ২০২১, ১০:৫১ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেটে নতুন করে আরও ১০১ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব সূত্র জানায়, শুক্রবার ওসমানীর ল্যাবে ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সিলেট জেলার ৩৩ জন এবং সুনামগঞ্জের ২ জন ও হবিগঞ্জ জেলার ১ জন রয়েছেন।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ জিএম নুরনবি জুয়েল জানান, শুক্রবার শাবির ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৪ জন, সুনামগঞ্জের ১০ জন, হবিগঞ্জের ৬ জন এবং মৌলভীবাজার জেলার ৪৫ জন রয়েছেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি