সিলেটে শিল্পী ডাটাবেইজের কাজ শুরু

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১৬ জুলাই ২০২০, ১১:৪৬ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

বাংলাদেশ শিল্প-সংস্কৃতি ঋদ্ধ দেশ। এই দেশের জেলা ও উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অনেক শিল্পী রয়েছেন। সঠিক তালিকাভুক্ত না হওয়ায় অনেক শিল্পী আজীবন সবার অগোচরে থেকে যাচ্ছেন। এ থেকে উত্তরণের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের সকল শ্রেণির শিল্পীদের তথ্য সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেছে।

এরই অংশ হিসেবে বাংলাদেশের সকল শিল্পী এবং সাংস্কৃতিক সংগঠন/ প্রতিষ্ঠানসমূহের সার্বিক তথ্য সংগ্রহপূর্বক ডাটাবেইজ করার নিমিত্ত জেলা শিল্পকলা একাডেমি সিলেটের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে সিলেট জেলার সকল শ্রেণির মান সম্পন্ন শিল্পী এবং সাংস্কৃতিক সংগঠন/প্রতিষ্ঠানসমূহের তথ্য ছক পূরণের কাজ শুরু হয়েছে।

এ প্রেক্ষিতে সিলেট জেলার (উপজেলা ও মহানগরসহ) সকল শ্রেণির সংস্কৃতিমান ব্যক্তিত্ব এবং সাংস্কৃতিক সংগঠন/ প্রতিষ্ঠানসমূহকে নির্ধারিত তথ্য ফরম সংগ্রহপূর্বক পূরণকৃত ফরমটি (ফরমের শেষাংশে উল্লিখিত সংযুক্তিসহ) আগামী ২৬ জুলাই ২০২০ তারিখের মধ্যে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমিতে জমা দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি