সিলেটে লকডাউন অমান্য করায় ১২৮ মামলা, ২ লাখ টাকা জরমিানা

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ১২ জুলাই ২০২১, ১০:৪৭ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

দেশে করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনের ১২তম দিনে সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করার দায়ে ১২৮টি মামলা করেছে জেলা প্রশাসন। এসময় ২ লক্ষ ২ হাজার ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ সোমবার সিলেট নগর ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এসব মামলা ও জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার (মিডিয়া সেল) শামমা লাবিবা অর্ণব।

তিনি জানান- যথাযথভাবে লকডাউন পালন ও স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে আজ সোমবার (১২ জুলাই) সকাল থেকে সারাদিন ব্যাপী সিলেট মহানগর ও সকল উপজেলায় ৩৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। এসময় লকডাউন অমান্য করার দায়ে ১২৮টি মামলা ও ২ লক্ষ ২ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়।

কোর্ট পরিচালনাকালে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক সহায়তায় পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, আনসার ও বিজিবির টিম যৌথভাবে কাজ করেছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি