সিলেটে রেঞ্জ পুলিশের বার্ষিক ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল সম্পন্ন

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০, ১১:২০ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেট রেঞ্জ বার্ষিক ভলিবল চ্যম্পিয়নশিপ টুর্ণামেন্টের ফাইনাল খেলায় আরআরএফ, সিলেট দল মৌলভীবাজার জেলা পুলিশ দলকে পরাজিত করে চ্যম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে লালাবাজার পুলিশ লাইন্সে খেলাটি উদ্বোধন করেন সিলেট রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ।

খেলায় বিপুল সংখ্যক পুলিশ সদস্যসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরআরএফ কমান্ড্যান্ট মো. মাহমুদুর রহমান, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. নুরুল ইসলামসহ র্শীষ কর্মকর্তাবৃন্দ। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও মেডেল প্রদান করে ডিআইজি উপস্থিত খেলোয়াড় ও দর্শকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

পুলিশ বাহিনীর পেশাগত কঠোর দায়িত্ব ও পরিশ্রমের পাশাপাশি নির্মল খেলাধূলার গুরুত্বারোপ করে কবিতার ছন্দে তিনি বলেন, খেলাধূলা সারাক্ষণ, সুস্থ দেহ, সুস্থ মন’।

ডিআইজি সিলেট রেঞ্জ পুলিশ টিমের বিভিন্ন খেলার গৌরবোজ্জ্বল ইতিহাসের ভূয়সী প্রশংসা করেন এবং আরআরএফ পুলিশ লাইন্সে একটি আদর্শ ফুটবল মাঠ, পুকুরের চারপাশে বৃক্ষরোপন ও নান্দনিক ওয়াকওয়ে নির্মাণের প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি