“বিশ্বনাথে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা”

বিশ্বনাথ প্রতিনিধি ;
  • প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০, ১০:৫৭ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন-শৃঙ্খলা মাসিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিআরডিবি অডিটরিয়ামে এসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম নুনু মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে নুনু মিয়া বলেছেন, করোনাভাইরাস এখনও শেষ হয়নি। শীতকালীন সময়ে করোনার প্রাদুর্ভাব বাড়তে পারে। করোনায় মোকাবেলায় ইতিমধ্যে সরকারের বিভিন্ন নিদের্শনা রয়েছে। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে আমাদের সবাইকে সতর্কতার সাথে চলতে হবে। একটি কথা আমাদের সবাইকে লক্ষ্য রাখতে (‘নো মাস্ক-নো এন্ট্রি, ওয়ার মাস্ক দেটস সার্ভিস’) মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ, মাস্ক পরিধন করুন, সেবা নিন। আমাদের শুধু সেবা নিতে নয় জীবনের জন্যেও মাস্ক ব্যবহার করতেই হবে। তিনি আরো বলেন এই শীতকালে চুর-ডাকাতের প্রাদুর্ভাবও বেড়ে যায়। সেজন্য পুলিশ প্রশাসনকে সর্তকতা অবলম্বন করতে বলেন। পাশাপাশি জোয়া, মাদকসহ বিভিন্ন অসামাজিক কাজে যারা লিপ্ত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার আহবান করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার বর্নালী পাল’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ আব্দুর রহমান মূসা, থানা অফিনার ইন-চার্জ শামীম মূসা, ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, আমির আলী, মোহাম্মদ আলমগীর, সাংবাদিক মো. কামাল হোসেন।

সভায় অন্যান্য বক্তারা বলেন- উপজেলার বিভিন্ন সড়কের ধীরগতি কাজের জন্য জনসাধারণের চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়াও সড়ক দুর্ঘটনা হচ্ছে। এ থেকে জনসাধারণকে মুক্তি পেতে সড়কের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করতে হবে। পাশাপাশি দুর্ঘটনা রোধে সড়কের পাশে থাকা হেলেপড়া গাছগুলো কর্তনক্রমে রাস্তার প্রশস্থকরণের দাবী জানানো হয়। উপজেলার সার্বিক আইন পরিস্থতি নিয়েও আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান জুলিয়া বেগম, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ্য নেহারুন নেছা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মফিকুল ইসলাম ভূঁইয়া, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু, পল্লী বিদ্যুত সিলেট-১ এর বিশ^নাথ জোনাল অফিসের ডিজিএম মোঃ ছাইফুল ইসলাম, এজিএম নামজুমল ইসলাম, অলংকারী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শায়েকুর রহমান মেম্বার, দেওকলস ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ মেম্বার, উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক হাবিবুর রহমান সাজ্জাদ, ব্লাস্টের উপজেলা সমন্বয়কারী গীতা রানী মোদক প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি