সিলেটের ১৫ ইউনিয়নে ভোটগ্রহণ আজ

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২২, ১২:০০ পূর্বাহ্ণ | আপডেট: ২ বছর আগে

৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ সোমবার সিলেটের ১৫ টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ১৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৮ হাজার ৬২ জন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে তৃণমূলের এ নির্বাচনের।

এরআগে শনিবার (২৯ জানুয়ারি) মধ্যরাতে এসব নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণাও শেষ হয়েছে। ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে এ নির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সিলেটের ১৫ ইউনিয়নের মধ্যে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ও কামালবাজার ইউনিয়ন। বিশ্বনাথ উপজেলার লামাকাজি ও খাজাঞ্চি ইউনিয়ন। ওসমানীনগর উপজেলার উমরপুর, সাদিপুর, পশ্চিম পৈলনপুর, বুরুঙ্গাবাজার, গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর ও উছমানপুর ইউনিয়নে অনুষ্ঠিত হবে নির্বাচন। সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও, পশ্চিম আলীরগাঁও এবং কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর (পশ্চিম) ইউনিয়নে হবে ভোট গ্রহণ।

দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা করছেন ৬ জন। সংরক্ষিত সদস্য পদে ১৩, সাধারণ সদস্য পদে ৪২ জন। এ ইউনিয়নে মোট ১০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ১৯২। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮৯৬ জন এবং নারী ভোটার ৯ হাজার ২৯৬ জন।

একই উপজেলার কামালবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা করছেন ৪ জন। সংরক্ষিত সদস্য পদে ৭ জন, সাধারণ সদস্য পদে ৪০ জন। এ ইউনিয়নে মোট ৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৬ হাজার ৪৬৩। এর মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৩২৬ জন এবং নারী ভোটার ৩ হাজার ১৩৭ জন।

বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা করছেন ৫ জন। সংরক্ষিত সদস্য পদে ১৪ জন, সাধারণ সদস্য পদে ৫০ জন। এ ইউনিয়নে মোট ১০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪৮৪। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৪৩৬ জন এবং নারী ভোটার ১১ হাজার ৪৮ জন।

এ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা করছেন ৪ জন। সংরক্ষিত সদস্য পদে ১১ জন, সাধারণ সদস্য পদে ৪৩ জন। এ ইউনিয়নে মোট ১৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৮৪৫। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৯৮ জন এবং নারী ভোটার ১০ হাজার ৭৪৭ জন।

ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা করছেন ৪ জন। সংরক্ষিত সদস্য পদে ১০ জন, সাধারণ সদস্য পদে ২৬ জন। এ ইউনিয়নে মোট ৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৫৬৫। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৯৪৯ জন এবং নারী ভোটার ৮ হাজার ৬১৬ জন।

এ উপজেলার সাদিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা করছেন ২ জন। সংরক্ষিত সদস্য পদে ১১ জন, সাধারণ সদস্য পদে ৪২ জন। এ ইউনিয়নে মোট ১০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ২৯৪। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৩১৮ জন এবং নারী ভোটার ১০ হাজার ৯৭৬ জন।

একই উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা করছেন ৫ জন। সংরক্ষিত সদস্য পদে ১২ জন, সাধারণ সদস্য পদে ৩৩ জন। এ ইউনিয়নে মোট ৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৩৭৭। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ২০৪ জন এবং নারী ভোটার ৫ হাজার ১৭৩ জন।

এ উপজেলার বুরুঙ্গাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা করছেন ৫ জন। সংরক্ষিত সদস্য পদে ১০ জন, সাধারণ সদস্য পদে ৩০ জন। এ ইউনিয়নে মোট ৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৭৬৫। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৩৬৩ জন এবং নারী ভোটার ৬ হাজার ৪০২ জন।

উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা করছেন ৩ জন। সংরক্ষিত সদস্য পদে ১২ জন, সাধারণ সদস্য পদে ৩৩ জন। এ ইউনিয়নে মোট ১০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ২৫৩। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮৫৬ জন এবং নারী ভোটার ৯ হাজার ৩৯৭ জন।

উপজেলার তাজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা করছেন ৫ জন। সংরক্ষিত সদস্য পদে ১৩ জন, সাধারণ সদস্য পদে ৩২ জন। এ ইউনিয়নে মোট ৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৫৬০। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৯৮১ জন এবং নারী ভোটার ১০ হাজার ৫৭৯ জন।

উপজেলার দয়মীর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা করছেন ৫ জন। সংরক্ষিত সদস্য পদে ১০ জন, সাধারণ সদস্য পদে ৩৭ জন। এ ইউনিয়নে মোট ১৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৬২। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ২৩৫ জন এবং নারী ভোটার ১০ হাজার ৮২৭ জন।

উপজেলার উছমানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা করছেন ৫ জন। সংরক্ষিত সদস্য পদে ১০ জন, সাধারণ সদস্য পদে ৩৯ জন। এ ইউনিয়নে মোট ৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৮২৮। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৬২৮ জন এবং নারী ভোটার ১০ হাজার ২শ জন।

গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা করছেন ৫ জন। সংরক্ষিত সদস্য পদে ১১ জন, সাধারণ সদস্য পদে ৩৭ জন। এ ইউনিয়নে মোট ৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৩১২। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৩৯৪ জন এবং নারী ভোটার ৭ হাজার ৯১৮ জন।

এ উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা করছেন ৬ জন। সংরক্ষিত সদস্য পদে ১১ জন, সাধারণ সদস্য পদে ৪১ জন। এ ইউনিয়নে মোট ৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৩৬৮। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৪৩৫ জন এবং নারী ভোটার ৬ হাজার ৩৩৩ জন।

কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা করছেন ৯ জন। সংরক্ষিত সদস্য পদে ১৩ জন, সাধারণ সদস্য পদে ৩৯ জন। এ ইউনিয়নে মোট ১২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ৬৯৮। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৭৬১ জন এবং নারী ভোটার ১৩ হাজার ৯৩৩ জন।

সিলেটে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা জানান, ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। অপ্রীতিকর প্ররিস্থিতি এড়াতে সবধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের কয়েক স্থরের নিরাপত্তার বেষ্টনী থাকবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি