শ্রীমঙ্গলে তাপমাত্রা নামলো ১১ ডিগ্রিতে, বাড়ছে শীত

জামাল হোসেন, শ্রীমঙ্গল;
  • প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২০, ১০:০৮ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

দেশের অন্যতম শীত প্রধান অঞ্চল চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে তাপমাত্রা কমায় বাড়ছে শীতের তীব্রতা।

আজ সোমবার (২৩ নভেম্বর) ১১.৪ ডিগ্রিতে নেমে এসেছে। এটিই এবার শ্রীমঙ্গলের শীত মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। গত দু’দিন ধরেই শ্রীমঙ্গলে তাপমাত্রা ক্রমান্বয়ে কমে আসছিল।

আবহাওয়া অফিস জানা যায়,আজ সোমবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

এদিকে তাপমাত্রা ১১.৪ ডিগ্রিতে নেমে আসায় সারা উপজেলাজুড়ে শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে উপজেলার চা-বাগানগুলোতে শীত কিছুটা বেশি অনুভুত হচ্ছে। পড়ছে কুয়াশাও।

শীতের আগমনে দেশের অন্যতম পর্যটন এলাকা শ্রীমঙ্গলে প্রকৃতির রূপ কিছুটা বদলে যাচ্ছে। গাছের পাতায় আর সবুজ ঘাসে জমছে শিশির কণা। শেষ রাতে আর ভোরে কুয়াশায় আচ্ছন্ন থাকছে চা-বাগানগুলো। শ্রীমঙ্গলের বাইক্কা বিল, হাইল হাওর, বিল, ঝিল আর চা-বাগানের লেকগুলোতে শীতের অতিথি পাখি আসতে শুরু করেছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, আজ শ্রীমঙ্গলের শীত মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।মৃদু শৈত্যপ্রবাহের কারণে শীত বেড়েছে। কয়েকদিনের মধ্যে শীত আরও বাড়বে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি