শিকারির ফাঁদ থেকে নীড়ে ফিরল পাখি

কুলাউড়া প্রতিনিধি;
  • প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:২২ অপরাহ্ণ | আপডেট: ৮ মাস আগে

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের সিঙ্গুর গ্রামে জাল দিয়ে ফাঁদ পেতে পাখি শিকার করার অপরাধে এক ব্যক্তিকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মোবাইল কোর্ট পরিচালনা করে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে অভিযুক্ত শিকারি মো. নিজাম উদ্দিনকে (৪৫) দশ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।

এ সময় শিকারির কাছ থেকে উদ্ধার হওয়া ৩টি ঘুঘু ও ৪টি শালিক পাখি স্থানীয় প্রকৃতিতে অবমুক্ত করা হয়। ফাঁদ হিসেবে ব্যবহৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতায় ছিলেন বরমচাল বিটের বিট অফিসার মো. হাফিজুর রহমান, স্থানীয় ইউপি সদস্য মো. ময়নুল হক ও কুলাউড়া থানা পুলিশের একটি দল।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি