শা‌য়েস্তাগ‌ঞ্জে বাস-ট্রা‌কের ত্রিমুখী সংঘ‌র্ষে প্রাণ গেলো ৪ জনের

হ‌বিগ‌ঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ১২ মার্চ ২০২২, ১২:১৪ পূর্বাহ্ণ | আপডেট: ২ বছর আগে

হ‌বিগ‌ঞ্জের শা‌য়েস্তাগ‌ঞ্জে বাস-ট্রা‌কের ত্রিমুখী সংঘ‌র্ষে প্রাণ গেলো ৪ জনের। এ ঘটনায় কমপ‌ক্ষে আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শা‌য়েস্তাগ‌ঞ্জ হাইওয়ে থানার পাশে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

শা‌য়েস্তাগ‌ঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে হাইওয়ে সিলেটে জোনের পুলিশ সুপার মো: শহীদুল্লা বলেন , রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার উলুকান্দি-বিরামচর সড়কের হাইওয়ে থানার সামনে সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় অপর একটি বাস দ্রত গতিতে আসলে ত্রিমুখী সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়। অন্যজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তবে তাৎক্ষনিক তাদের পরিচয় পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেছে।

এদিকে সর্বশেষ খবর অনুযায়ী ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেলেও আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। এছাড়া বেশ কয়েকজন গুরুতর আহত রয়েছেন। আহতদের বেশীরভাগকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া গুরুতর অনেককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে।

বিস্তারিত আসছে…

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি