রাতারগুল পর্যটনের মোটরঘাট দখল নিয়ে সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২০, ৯:২৯ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট সদর উপজেলায় রাতারগুল পর্যটনের মোটরঘাট দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে খাদিম নগর ইউনিয়নে রাতারগুলে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি এসএম শাহাদৎ হোসেন।

জানা যায়, রাতারগুল জলাবনে মোটরঘাটে নৌকা চালিয়ে ১৩০ পরিবার জীবিকা নির্বাহ করে আসছিল।

সম্প্রতি খেয়াঘাটটি নতুন করে ইজারা দেয়া হয়। মঙ্গলবার ইজারাদারের পক্ষের লোকজন খেয়াঘাটে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে যায়।

পুলিশ জানায়, রাতারগুলের মোটরঘাটটি সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয় থেকে নতুন করে ইজারা দেয়া হয়। আজ নতুন ইজারাদারকে খেয়াঘাট বুঝিয়ে দিতে যান জেলা প্রশাসক কার্যালয়ের লোকজন।

এ সময় মোটরঘাট দখল নিয়ে পুরনো ও নতুন ইজারাদারের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে কমপক্ষে ২০ জন আহত হন। ঘটনার পর থেকে একদল পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি