পররাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টায় সিলেটে আরও ১০টি আইসিইউ বেড

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ১৪ আগস্ট ২০২১, ৯:৫৭ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের সকল ক্রান্তিকালে আওয়ামী লীগ সাধারণ মানুষের পাশে ছিলো, বর্তমান করোনাকালেও বাংলাদেশ সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তা সত্যিই প্রশংসনীয়।

তিনি সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দের প্রশংসা করে বলেন এ রকম মানবিক কাজে সমাজের বিত্তবানদের আরো এগিয়ে আসতে হবে।

শনিবার সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যোগে বঙ্গমাতা ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, সিলেটে করোনা রোগীদের সেবা আরও বৃদ্ধিতে রোববার থেকে সিলেট ওসমানী মেডিকেলে আরও ১০টি আইসিউ বেড স্থাপন কার্যক্রম শুরু হবে। এতে করে সিলেটে আইসিইউ বেডের সংকট দুর হবে।

দৈনিক একাত্তরের কথা’র নির্বাহী সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মঈন উদ্দিনের বক্তব্যে প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এই ১০টি আইসিইউ বেড স্থাপনের ঘোষণা দেন।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের শারিরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো জানিয়ে ড. এ কে আব্দুল মোমেন বলেন, তাঁর শরীর এখনো দুর্বল, তবে তিনি শুক্রবারের তুলনায় শনিবার অনেকটা ভালো আছেন।

ছাত্রলীগ নেতা ফারহান সাদিক ও সোহাগ রাজের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক একাত্তরের কথা’র নির্বাহী সম্পাদক মইন উদ্দিন, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, সিলেট মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য সুবেদূর রহমান মুন্না,রামপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট আলমগীর আহমদ, এনটিভি সিলেট প্রতিনিধি সাজলু লস্কর, সিলেট মহানগর যুবলীগ নেতা দেওয়ান মুরাদ, আজাদুর রহমান চঞ্চল, মঞ্জুর আহমদ, তজমুল আহমদ, জাকির আহমদ, টিটু চৌধুরী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি অনিরুদ্ধ মজুমদার পলাশ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের খান, যুবলীগ নেতা মাবরুর খান,সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সায়েম আহমদ, সাবেক দপ্তর সম্পাদক আদিরাজ উজ্জ্বল, সাবেক উপ গ্রন্থনা সম্পাদক ফাইয়াদ আহমেদ জামিল, সাদেকুর রহমান চৌধুরী, আব্দুস সালাম রাহাত, এম এস রুবেল, বখতিয়ার আকরাম অনি, কাউসার উদ্দিন, জাবেদ আহমদ, জুবায়ের চৌধুরী, রুপম তালুকদার, শামীম আহমদ, আমিনুল ইসলাম, নুর মোহাম্মদ আনাস, সাকলাইন সজীব, রাফি,রায়হান, শিবুল, ফয়সল, আসাদ,রুহেল,সজীব, জসিম, বদরুল হুদা প্রমুখ

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি