তপশিল ঘোষণার আগে বৈঠকে নির্বাচন কমিশনাররা

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৩, ৫:৩৬ অপরাহ্ণ | আপডেট: ৬ মাস আগে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে আজ বুধবার। এর আগে ভোটগ্রহণের দিন ঠিক করতে বৈঠকে বসেছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

বুধবার (১৫ নভেম্বর) বিকেল ৫টার আগে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের অফিস কক্ষে এ বৈঠক হচ্ছে।

বৈঠকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান এবং ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত আছেন।

বৈঠক শেষে সন্ধ্যা ৭টার পর তপশিল ঘোষণা করা হবে। বিটিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তপশিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি