টাঙ্গুয়ার হাওরে স্বাস্থ্যবিধি অমান্য : পর্যটকবাহী নৌযানকে জরিমানা

তাহিরপুর প্রতিনিধি ;
  • প্রকাশিত: ২০ জুন ২০২১, ১০:২৮ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটন স্পট গুলোতে সরকারী নিষেধ অমান্য করে ঘুরতে আসা পর্যটকবাহী নৌযানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২০ জুন) বিকেলে দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের ওয়াস টাওরের নিচে পর্যটকবাহী দুইটি নৌযানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রিট ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রিট মো. রায়হান কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারাদেশ সহ উপজেলার পর্যটন কেন্দ্রসমূহ সরকারিভাবে পূর্বেই বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু পর্যটকরা নিষেধ অমান্য করায় টাঙ্গুয়া হাওরে পর্যটন নৌযানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন, স্বাস্থ্যবিধি রক্ষার্থে পর্যটন স্পটসহ উপজেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি