জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনা, আহত ৪

জৈন্তাপুর প্রতিনিধি ;
  • প্রকাশিত: ২১ এপ্রিল ২০২১, ৮:৩০ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেট তামাবিল মহাসড়ক জৈন্তাপুর উপজেলার শুক্রবারী বাজার এ লরি বোঝাই এক্সকেভেটর উল্টে দুর্ঘটনায় কবলে পড়ে টমটম অটোরিকশা ও মোটর সাইকেল এতে করে চাঁর জন যাত্রী আহত।

মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় জৈন্তাপুর উপজেলার তামাবিল মহাসড়ক চিকনাগুল আর্দশ উচ্চ বিদ্যালয় সম্মুখে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানান যায় মহা সড়ক জাফলং এর দিক থেকে ছেড়ে আসা একটি (ট্রাক) লরি তে কোন প্রকার বাদ ছাড়াই বোঝাই কৃত এক্সকেভেটর দ্রুত গতি সিলেট শহরের দিকে যাচ্ছিল স্কুল গেইট সম্মুখে স্কুলে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য নির্মিত স্পিড ব্রেকারে ঝাঁকনি খাওয়া মাত্রই পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশা টমটম এর উপর উলটে পড়ে এতে করে টমটমটি দুমড়েমুচড়ে যায় টমটমে থাকা ৩ জন পাশে থাকা মোটরসাইকেল এর ১ জন যাত্রী মারাত্মকভাবে আহত হন ঘটনা স্থল থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ওসমানী হাসপাতালে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন উপজেলার ঠাকুরের মাটি গ্রামের কামাল উদ্দিন(৫০) একই গ্রামের মুজিবুর রহমান (৪০) জাবেদ আহমেদ (২৬) খাদিম পাড়া ইউনিয়নের পরগণা এলাকার বাসিন্দা হিরণ মিয়া (৩৮) চিকিৎসাধী রয়েছেন।

ঘটনায় খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছেন জৈন্তাপুর মডেল থানা অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি